ফেনীতে সাড়ে ১৯শ পরিবারে জাপানি সংস্থার ত্রান সহায়তা

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০১:৫০ পিএম
ফেনীতে সাড়ে ১৯শ পরিবারে জাপানি সংস্থার ত্রান সহায়তা

ফেনীতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১৯শ পরিবারের মাঝে জাপানি  সংস্থা পিস উইন্ডসের অর্থায়নে চাল ডাল তৈল আলু পেঁয়াজ রসুন হলুদ মরিচ সহ প্রায় ৩৩ কেজি খাদ্য সামগ্রী ও ১টি মশারি ও বিভিন্ন নিত্যপণ্য বিতরণ করা হয়েছে।

ফুড এন্ড নন-ফুড আইটেম ডিসট্রিবিউশন ফর ফ্লাড এফেক্টড এরিয়া ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী এ কর্মসূচির শেষদিন বুধবার (৩০ অক্টোবর) জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ মুন্সি বাড়ির দরজায় স্থানীয় ৬৫০টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত প্রজেক্টের সমন্বয়ক মোহাম্মদ আলী হাসান বিতরণ কর্মকর্তা অফিসার মোহাম্মদ নুর আলম হিসাব রক্ষক মোহাম্মদ নুর উদ্দিন চৌধুরী পিস উইন্ডসের প্রতিনিধি মো. মোহফুজ্জামান টুটুলের উপস্থিতিতে এ-সব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইউসুফ আলী,ফেনী জেলা ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাঈনুল ইসলাম যোবায়ের, নাজিম উদ্দীন,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি মাওলানা মুনির হোসেন,ফেনী শহর আইবিডব্লিওএফ‍‍`র সভাপতি ফখরুল ইসলাম।

স্থানীয় পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন জামায়াত ইসলামির সেক্রেটারি হাসান আহম্মদের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,দাগনভূঞা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসান আল মাহমুদ, সেক্রেটারি আবদুল মতিন, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামির আমীর মাওলানা আবদুল ওহাব, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর উদ্দিন ডালিম,স্থানীয় সাবেক ইউপি সদস্য ডা. শহিদ উল্যাহ,ওমরাবাদ  সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি হাফেজ নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম,বিএনপি নেতা মনিরুল আজিম প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান,এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সুজাতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৬৫০টি পরিবারের মাঝে ও সোমবার (২৮ অক্টোবর) রাজাপর ইউনিয়নের জাফর ইমাম উচ্চ বিদ্যালয় মাঠে ৬৫০টি পরিবারের মাঝে এ-সব সামগ্রী বিতরণ করা হয়।

এর মধ্যে প্রতিটি পরিবার ২৫ কেজি চাউল,৩ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ,২ লিটার সয়াবিন তৈল,২শ গ্রাম করে হলুদ-মরিচ, ২ কেজি চিনি, ১ কেজি বিস্কুট, ২৫ প্যাকেট এসএমসির ওরস্যালাইন, ২০টি পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, ১টি বড় সাইজের মশারি, ২পিস গোসলের সাবান, ২পিস কাপড় ধোয়ার সাবান, ১টি ১৪০ গ্রামের টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৫শ গ্রাম ডিটারজেন্ট পাউডার পেয়েছে বলে জানা গেছে।

বিআরইউ