ঝালকাঠিতে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:০৩ পিএম
ঝালকাঠিতে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

ঝালকাঠিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কনজুমার এ্যাসোশিয়েশন অব বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, সহ-সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আককাস সিকদার, চেম্বার অব কমার্স পরিচালক জয়ন্ত কুমার সাহা, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, কবি মুহা.আল-আমিন বাকলাই ও প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।

সেমিনারে বিভিন্ন শ্রেণিপেশার ৬০ জন অংশগ্রহণ করেন।  

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমাদের সমাজের মানুষের মধ্যে ভোক্তার অধিকার সম্পর্কে ধারণা কম। তাই জনগণকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

ইএইচ