নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে আটক ১১ শ্রমিক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৩:৫৪ পিএম
নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে আটক ১১ শ্রমিক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার  মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ ১১ শ্রমিককে আটক করা হয়েছে।  উপজেলার চরলাপাং গ্রামের নিকটবর্তী মেঘনা নদীতে নবীনগর থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন— নবীনগর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা।

আটককৃতরা চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, পটুয়াখালী জেলার বাসিন্দা। আজ বিকেলে  আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং আটককৃত ৫ টি ড্রেজারকে জব্দ করা হয়েছে।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা।

বিআরইউ