হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৪:৪১ পিএম
হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

কিশোরগঞ্জের হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হোসেনপুর পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তার পাশের মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস ও অন্যান্য সূত্রে জানা গেছে, ব্যবসায়ীরা যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছুই পুড়ে নিঃশেষ হয়ে যায়। ধারণা করা হচ্ছে ওই মার্কেটের একটি পুরি-সিঙ্গাড়ার দোকান থেকে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। 
হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট একযোগে কাজ করে কিছু মালামাল উদ্ধারসহ আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, খবর পেয়ে এসিল্যান্ডকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সচেষ্ট রয়েছেন তিনি।

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন জানান- অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসায়ীদের সার্বিক  সহযোগিতার মাধ্যমে ক্ষতি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ