ফটিকছড়িতে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৫:০১ পিএম
ফটিকছড়িতে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু

ফটিকছড়িতে সুপারি মজুদের (সংরক্ষণ) ট্যাংকে পড়ে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুন্নু মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ছালে আহমেদ টুনুর পুত্র শফি সওদাগর (৪৫) ও শহিদুল আলম (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার কামাল উদ্দিন বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজন মহিলা ও ৫ জন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে প্রেরণ করি।

ইএইচ