শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০২:১১ পিএম
শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরার শ্যামনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলা চত্বরের পতাকা উত্তোলন, র‌্যালিসহ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. সঞ্জীব দাশ ছুটিতে থাকায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ৷ বিশেষ অতিথি উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা নাছিমা খাতুন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রিন্সিপাল ওসমান গনী, বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওহেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ ঢালী, রিডা প্রাইভেট হাসপাতালের পরিচালক আব্দুল্ল্যাহ আল-মামুনসহ উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন । এ সময় প্রধান অতিথি সহ বিভিন্ন অতিথিদের হাতে ক্রেস্ট সহ ফুলের তোড়া উঠিয়ে দেন ।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন ৷ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার আবু কাওসার ।
বিআরইউ