বসার কথা ছিল মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষার বেঞ্চে তবে পরীক্ষা শুরুর আগেই দাফন হয়ে গেছে দুর্ঘটনায় নিহত মাধ্যমিকের দুই পরীক্ষার্থীর।
পদ্মাসেতুর দ্বার প্রান্ত -পদ্মা সেতু টোল প্লাজার পশ্চিম পাশে মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ কিশোরের প্রাণ গিয়েছে। গতকাল রবিবার রাত আনুমানিক ৯ টায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হচ্ছে, মোমেন আলি ফরাজী কান্দির বাসিন্দা রুবেল ফরাজীর ছেলে ও পূর্ব নাওডোবার সাবেক চেয়ারম্যান খবির ফরাজির নাতি নাবিল ফরাজি (১৭) ও একই গ্রামের ইসকান্দার মাতবর এর ছেলে সায়েম মাদবর (১৬)।
মুসলিম ঢালীকান্দি কান্দি নিবাসী দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও একই গ্রামের বাসিন্দা আলিম মাদবরের এর ছেলে ক্ষিদির মাদবর (২০)।
ঘটনার সময় নাবিল ও সায়েম একটি মোটরসাইকেলে ও অপর মোটরসাইকেলে আরমান ও ক্ষিদির ছিল।
নিহতদের মধ্যে নাবিল ফরাজি শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও সাইম মাদবর পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো।উভয়ই দশম শ্রেণির ছাত্র ছিল। আরমান ঢালী গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ক্ষিদির পড়াশোনা করতো না বলে জানা গেছে।
স্কুল সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টায় নাবিল ও সাইমের বাসার কথা ছিল এসএসসি বা মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষার হলে। ভাগ্যের নির্মম পরিহাস, সহপাঠীরা যখন পরীক্ষার হলে ততক্ষণে দাফন হয়ে গিয়েছে দুর্ঘটনায় নিহত সাইমের ও নাবিলের।
এনিয়ে কথা হয় নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম ইদ্রিস উল রহমানের সাথে, তিনি জানান নাবিল ও সাইম দুইজনই আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। গত বছর নাবিল আমার স্কুল থেকে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুলে ট্রান্সফার হয়। নাবিল খুবই মেধাবী শিক্ষার্থী ছিলো। আমাদের স্কুলের মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা চলছে, ইতিমধ্যে ৫ টা পরীক্ষা হয়েও গেছে। আজকেও বিজ্ঞান পরীক্ষা ছিল। তবে আমার স্কুলের সাইডের বেঞ্চ ফাঁকা পড়ে আছে। আমি গত কিছুদিন আগেও আমার স্কুলের শিক্ষার্থীদের লাওখোলার একটি দুর্ঘটনার ছবি দেখিয়ে সবাইকে সচেতন করেছি।তবে এর মধ্যে আমার শিক্ষার্থীদেরাই দুর্ঘটনার শিকার হবে এটা আসলে অকল্পনীয়।
কথা হয় নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ঢালীর সাথে, তিনি জানান আরমান ঢালী ও ক্ষীদির আমার এলাকার বাসিন্দা। যতটুকু জানি আরমান গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে আর ক্ষিদীর পড়াশোনা করেনা।আজ সকাল ৯ টায় তাদের দুজনের জানাজা হয়েছে। আনুমানিক ১০ টার মধ্যে তাদের দাফন হয়ে গিয়েছে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি (অফিস্যার ইনচার্জ) আকরাম হোসেন জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। সতর্কতার অভাবেই মূলই এই দুর্ঘটনা ঘটেছে।লাশ বিভিন্ন মেডিকেলে থেকে রাতে নিহতদের পরিবার নিয়ে গেছে।
বিআরইউ