বাগেরহাটে নিরপরাধ মানুষের নামে মামলা, প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৪:৩০ পিএম
বাগেরহাটে নিরপরাধ মানুষের নামে মামলা, প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটের কচুয়ায় পলাশ শেখের মূল হত্যাকারীদের আসামি না করে নিরপরাধ মানুষদের আসামি করে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। গোপনে হত্যাকারীদের সাথে আততাদের মাধ্যমে এই ষড়যন্ত্রমূলক মামলা করেছেন হত্যার শিকার পলাশের বোন সালমা বেগম।

এমন ষড়যন্তমূলক মামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ফতেপুর বাজার সংলগ্ন মহাসড়কে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও নিরপরাধ আসামিদের স্বজনরা।

মানববন্ধন শেষে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ক্ষুব্ধ জনতা।

এ সময়, বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা সরদার শাহনেওয়াজ, মাসুদ প্রমুখ।

বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার বলেন, এই মামলায় অনেক নিরপরাধ বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে। নিরপরাধ মানুষদের নামের মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে মূল হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের দাবি জানান এই নেত্রী।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আদালতের আদাশে আমরা মামলা নথিভুক্ত করেছি। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন নিরপরাধ ব্যক্তিকে আসামি করা হয়, তাকে অব্যাহতি দেওয়া হবে। কোন অপরাধী যদি আসামি না হয়, তাকেও আসামি করে গ্রেপ্তার করা হবে বলে জানান এই কর্মকর্তা।

তবে এ বিষয়ে কথা বলার জন্য পলাশের স্বজনদের সাথে যোগাযোগ করা হলেও, তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি এবং ফোন রিসিভ করেননি।

ইএইচ