রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৬:১৯ পিএম
রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, রাজবাড়ীতে মাদকের প্রভাব রয়েছে। মাদকমুক্ত করতে কাজ করবো। বাল্য বিবাহ প্রতিরোধ সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতায় রাজবাড়ীকে সুন্দর একটি জেলা গড়ে তুলতে চাই। সবাই ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করবেন।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, রাজবাড়ীর সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে চাহিদা পূরণে জেলা প্রশাসন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা রাজবাড়ীর সকল শ্রেণী-পেশার মানুষের অভিযোগ, অনুযোগ, সম্ভাবনাসহ সব ধরনের তথ্যর জন্য হ্যালো ডিসি অ্যাপ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সহ-সভাপতি মেহেদী হাসান, মাসুদ রেজা শিশির, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলুর রহমান, কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আল মামুন আরজু, রতন মাহমুদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সুমন বিশ্বাস, এসএম রাসেল কবির প্রমুখ।

এ সময় সাংবাদিকরা রাজবাড়ীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের কথা শোনেন এবং রাজবাড়ীর উন্নয়নে এসব সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে উপস্থিত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের সাথে পরিচিত হন।

ইএইচ