‘মাদককে না বলুন’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বরিশালে করণীয় শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) খোন্দকার মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।
এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান সহ মাদক নিরাময় কেন্দ্রের প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মাদক ক্রয় বিক্রয় ও সেবন থেকে বিরত থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
ইএইচ