গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালি ও আলোচনা করেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।
উপজেলা মুক্তমঞ্চে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা সভাপতি গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি এনামুল হক শিমুলের সভাপতিত্বে সদস্য সচিব মো. আরিফুল ইসলাম পাবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বি.এন.পির সভাপতি মো. মোস্তফা মোল্যা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর অঞ্চল মো. সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সিনিয়রসহ- সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি মো. হাসানুজ্জামান মিল্টন, সহ-সাধারণ সম্পাদক মো. হিরো মৃধা, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিউর রহমার রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. বিল্লাল খান, সাধারণ সম্পাদক মো. আরজু শেখ, ছাত্র দলের সভাপতি মো. আমিরুল ইসলাম সোহেল প্রমুখ।
বিআরইউ