ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত কক্ষে গলায় রশি লাগানো বৃদ্ধার মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৮:২৮ পিএম
ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত কক্ষে গলায় রশি লাগানো বৃদ্ধার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে গলায় রশি লাগানো নুরজাহান বেগম (৫০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লতিফপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজলার লতিফপুর ইউনিয়ন পরিষদের পুরাতন পরিত্যক্ত ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুরজাহান বেগম উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর সীতারচালা গ্রামের শরবেস মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরজাহান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রয়েছে। তিনি বাড়িতে বেশি সময় থাকেন না। বিভিন্ন আত্মীয় বাড়ি এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। শনিবার সকালে তিনি পৌর এলাকার বাওয়ার কুমারজানীস্থ তার মেয়ের বাড়ি থেকে বের হন। বিকেলে গলায় রশি লাগানো তার মরদেহ লতিফপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের একটি পরিত্যক্ত কক্ষে স্থানীয়রা দেখতে পান। ওই কক্ষটির দরজায় তালা লাগানো থাকলেও জানালার গ্রীল ভাঙ্গা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরএস