বরুড়ায় ‘ওরাই আপনজন’ সামাজিক সংগঠনের ৪র্থ বার্ষিকী উদযাপন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৯:৩৯ পিএম
বরুড়ায় ‘ওরাই আপনজন’ সামাজিক সংগঠনের ৪র্থ বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, বরুড়া, বরুড়া ওরাই আপন জন সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, গুনীজন সংবর্ধনা,  সেলাই মেশিন বিতরণ ও গরীব অসহায় শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বরুড়া পৌরসভার লতিফপুরে হোটেল রেড উয়িন রেস্তোরাঁর কনভেনশন হলে সংগঠনের সভাপতি ও  বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও  বিসিআইসির সাবেক জিএম ফারুকুল ইসলামের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি বাবু মনিন্দ্র কিশোর মজুমদার।

আরও উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. মুহিবুস সালাম খাঁন, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়,  বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, অধ্যাপক ড. কামরুল হাসান, তিতাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান,  কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১(বরুড়া)‍‍`র  ডিজিএম মো. জালাল উদ্দীন,  ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহসভাপতি মো. আমীর হোসেন ভুঁইয়া,  সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ,বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন,  বরুড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. মনির হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,  সাংবাদিক ও সংগঠনের সদস্য বৃন্দ।  

এদিন বরুড়ার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি সরুপ ৬ গুনী ব্যক্তিকে সম্মাননা, দুই নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন,  দশ মাদ্রাসা  শিক্ষার্থীকে নতুন পাঞ্জাবি ও পাজামা প্রদান করা হয়েছে।

আরএস