বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বিস্ফোরকসহ হামলা ও নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা বিস্ফোরক আইনে হামলা ও নাশকতা মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিরনগরের ১০নং গোকর্ণ ইউনিয়নের নূরপুর মধ্যপাড়া গ্রামের এজাহারভুক্ত আসামি মোস্তফা আলমগীর (৩৫) ও ৬নং বুড়িশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি ছানাউল শাহ (৩৮)।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা বিস্ফোরকসহ নাশকতা মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি।
ইএইচ