পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী সারা দেশে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান চালছে।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২) নভেম্বর রাত আড়াইটা দিকে বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডে ৩ নম্বর গলিতে র্যাব-৮ ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ২১ বস্তা (২১৫০) কেজি অবৈধ পলিথিনসহ আক্কাস হাওলাদার নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আটকৃত নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী মো. আক্কাস হাওলাদর নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের ৩ নং গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত আ. হামিদ হাওলাদারের ছেলে।
আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর মিডিয়া সেল।
মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আক্কাস হাওলাদারের তালাবদ্ধ ঘরে অভিযান পরিচালনা করে ২১ বস্তা (২১৫০) কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য ৫ লক্ষ টাকার বেশি।
আক্কাস দীর্ঘদিন ধরেই বাড়িতে পলিথিন রেখে বরিশাল নগরীর বিভিন্ন বাজারে ও দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করে আসছিলো।
বরিশাল র্যাব-৮ মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তর আক্কাস হাওলাদর এর বাড়িতে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ পলিথিনসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ১৫ (১)(৪)(১৫) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে র্যাব-৮ এর এডি অমিত ও বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফ উদ্দিন উপস্থিত ছিলেন।
বিআরইউ