রাঙ্গাবালীতে রেমাল রেসপন্স প্রকল্পের শিখন-অংশগ্রহণ ও সমাপনী সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৫:১৮ পিএম
রাঙ্গাবালীতে রেমাল রেসপন্স প্রকল্পের শিখন-অংশগ্রহণ ও সমাপনী সভা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাইক্লোন রেমাল রেসপন্স প্রকল্পের শিখন-অংশগ্রহণ এবং সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা সিডা’র অর্থায়নে, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সহযোগিতায় উপজেলার ছোটবাইশদিয়া  ও বড়বাইশদিয়া ইউনিয়নে “ইমার্জেন্সি সাপোর্ট সাইক্লোন রেমাল প্রকল্প” টি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা জাগোনারী। 
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জাগোনারী’র উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সমুদ্র উপকূলীয় ঘূর্ণিঝড় প্রবণ রাঙ্গাবালী উপজেলায় প্রায় প্রতিবছরই প্রবল ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয় এবং ব্যাপক জান-মালের ক্ষয়ক্ষতি হয়। ফলে বিভিন্ন দাতা সংস্থা ও এনজিও এই অঞ্চলের উন্নয়ন ও ক্ষতি কাটিয়ে তোলার জন্য কাজ করে। এছাড়াও জাগোনারী বাস্তবায়িত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, অর্জন, সমস্যা ও সম্ভাবনার নানান দিক তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন, “জাগোনারীর মতো আরও যারা এই অঞ্চলে কাজ করেন সবার প্রতি আমার আহ্বান থাকবে এই অঞ্চলে আরও বেশি বেশি প্রকল্প বাস্তবায়ন করার। এখানকার মানুষের দুর্বিষহ জীবন যাপনের চিত্র তুলে ধরার পাশাপাশি শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি কাঠামোগত উন্নয়নে কাজ করতে আহ্বান জানাচ্ছি। আমি আশা করবো, আগামীতেও জাগোনারী এই ধরনের প্রকল্প অব্যাহত রাখবে।’’

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও জাগোনারীর ফোকাল পার্সন জনাব শাহিন আহমেদ এর সঞ্চালনায় সভায় অংশ নেন, উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণীসম্পদ কর্মকর্তা, আইসিটি অফিসার, ইউআরডি অফিসার,  ডিপিএইচই কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, উপকারভোগী সদস্য এবং গণমাধ্যম কর্মীরা।
বিআরইউ