ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে পৌর কাউন্সিল, ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের প্রত্যেককে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে জেলার মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালিয়ে হতাহতের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ফেনী মডেল থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাতে ও বৃহস্পতিবার দুপুরে রাজধানী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ফেনী সদর উপজেলা থেকে ৫জন, সোনাগাজী থেকে ১জন ও দাগনভূঞা থেকে ১ জন রয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ফেনী পৌরসভার সাবেক কাউন্সিল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে রুনা (৪২), জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এখলাছ উদ্দিন খন্দকার বাবলু (৩৩), দাগনভূঞা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক হেদায়েত উল্ল্যাহ সোহেল (৫২), ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক সুমন (২৬), কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফয়েজ আহমেদ (৬০) ও মোটবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিআরইউ