দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে আটক ৩

ভোলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৩:৪৬ পিএম
দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে আটক ৩

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে ভোলার দৌলতখানে আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্রসহ মফিজ মাল (৩৬), মো. মামুন মাল (২২) ও মো. শামীম মাল (১৯),নামের ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলায় অবস্থিত কোস্টগার্ড দক্ষিণ জোনে কর্মরত অফিসার (অপারেশান্স) লে. কমান্ডার  মো. রিফাত আহমেদ।

একই দিন সকাল ১০ টায় মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ১নং মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল, মো. মামুন মাল ও মো. শামীম মালকে ১টি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও ৪টি দেশীয় অস্ত্রসহ (৪ টি রামদা) আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ইএইচ