মির্জাপুরে ট্রেন বিরতির দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৮:৫২ পিএম
মির্জাপুরে ট্রেন বিরতির দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুকরণ এবং চিত্রা এক্সপ্রেস একতা, পদ্মা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে দিল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও মির্জাপুরের সাধারণ জনতা।

শনিবার ( ১৬ নভেম্বর) বিকেলে দাবি আদায়ের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুর রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা ট্রেনটি ২০ মিনিট অবরোধ করে রাখে অবরোধকারীরা। এসময় আগামী ৭ দিনের আল্টিমেটাম দিয়ে রেল স্টেশনে আন্দোলনকারীরা বিকেল ৪ টা পর্যন্ত মানববন্ধন ও অবরোধ করে রাখে। খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা ট্রেনটি বিকেল ৪ টা ৫৫ মিনিটে মির্জাপুর রেল স্টেশনে আসলে অবরোধকারীরা ট্রেনটি লাল কাপড় টানিয়ে থামিয়ে দেয় এবং ট্রেনের সামনে দাঁড়িয়ে ২০ মিনিট অবরোধ করে রাখে।

মানববন্ধন চলাকালে সেখানে উপস্থিত হয়ে মির্জাপুর সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান আন্দোলকারীদের দাবির ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।

আরএস