বরগুনার পাথরঘাটায় জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কালমেঘা-কাকচিড়া সড়ক প্রদক্ষিণ করে মাধ্যমিক বিদ্যালয় গিয়ে শেষ হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বৃদ্ধি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা, জলবায়ুর ন্যায্যতার দাবি করা হয়।
র্যালি শেষে বক্তব্য দেন, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন, সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম, মাইনুল ইসলাম রেজা, যুব ফোরামের সভাপতি সিফাত খান, সাংবাদিক কাজী সাকিব, রেড ক্রিসেন্টের উপজেলা টিম লিডার জুবায়ের আহমেদ, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন।
ইএইচ