যশোরে কৃষিযন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার

যশোর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৫:০৭ পিএম
যশোরে কৃষিযন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কৃষিযন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।  

এফএমডি প্রকল্পের অর্থায়নে সেমিনারের আয়োজন করে বারির ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার।

বিশেষ অতিথি উপস্থিত হিসেবে ছিলেন, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. রশিদুল আমিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারির এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.মো.নূরুল আমিন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- রোকনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এবং সেমিনারটি সঞ্চালনা করেন গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা,এফএমপিই বিভাগ,(বারি) শাম্মী আক্তার।

ইএইচ