টাঙ্গাইলে জনবহুল সড়কের পাশে বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৫:৫৫ পিএম
টাঙ্গাইলে জনবহুল সড়কের পাশে বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল শহরের প্রবেশ পথগুলোতে দীর্ঘদিন ধরে নগর বর্জ্য ফেলার প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার স্থানীয় রাণী দিনমনী শ্মশান ঘাটের সামনে বিশ্ববিদ্যালয়ের গ্রিন ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ওই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআর) বিভাগের অধ্যাপক এসএম সাইফুল্লাহ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, গ্রিন ক্লাবের আহ্বায়ক মো. শামীম কবির, শিক্ষার্থী তুর্ণা প্রমুখ।

বক্তারা বলেন, নিয়মবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে সড়কের পাশে পঁচা দুর্গন্ধযুক্ত বর্জ্য ফেলার কারণে যাত্রী ও এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে ওইসব স্থানে বর্জ্য ফেলানো বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, টাঙ্গাইল শহরের প্রবেশপথ বৈল্যা, কাগমারী ব্রিজপাড়, আশেকপুর এলাকায় সড়কের পাশে পৌরসভা দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ইএইচ