কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী কমিটির সদস্য আমির খুসরুসহ বিভাগীয় জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হবে।
জনসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া।
এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১৭ বছরে হাজার হাজার বিএনপির নেতাকর্মী গুম, খুন, পঙ্গু হয়েছে। এতো ত্যাগের পর বিএনপি একটি পরিণত রাজনৈতিক দলে রুপান্তর হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাটি সোনায় পরিণত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দৈত্য, আরেকটা দৈত্য যাতে সৃষ্টি না হয় এজন্য ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেয়া যাবে না। দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে। শেখ হাসিনার পলায়ন পরবর্তী সময় থেকে এই পর্যন্ত যে আন্দোলনগুলো হচ্ছে আমরা সেগুলো নিয়ে কোন বিতর্ক সৃষ্টি করতে চাই না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গত ১৭ বছর লড়াই করেছেন। শেষ পর্যন্ত আগস্টের ৫ তারিখ ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকে আমরা সবাই মিলে সফল করেছি। এই আন্দোলন গণমানুষের আন্দোলন এই আন্দোলনের কৃতিত্ব সবাইকে দিতে চাই।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, চেয়ারপার্সনের ফরেন এ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ।
ইএইচ