বরিশালে সশস্ত্র বাহিনী দিবস পালিত

বরিশাল ব্যুরো প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৭:৫৭ পিএম
বরিশালে সশস্ত্র বাহিনী দিবস পালিত

নানা আয়োজনে বরিশালে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনী দিবস।

বৃহস্পতিবার বিকালে বরিশাল সেনানিবাসে এ উপলক্ষ্যে ৭ পদাতিক ডিভিশনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৭ পদাতিক ডিভিশনের জি ও সি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে বরিশাল অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে।

একই সাথে জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে প্রামাণ্য চিত্রও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় কেক কেটে। পরে অতিথিদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার এবং পদস্থ সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যরা, বীর মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

ইএইচ