খাগড়াছড়িতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১১:৫৮ পিএম
খাগড়াছড়িতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কেএম দিদারুল আলম বলেন, খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েরা যেন মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকে সেজন্য জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।

প্রশাসন একাদশ-কে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি পৌরসভা একাদশ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ও পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, খেলাধুলা শুধু নিজেকে সুস্থ আর মনোবল চাঙ্গা রাখে না, সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।

ইএইচ