মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের অর্থায়নে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ।
এছাড়া মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের আয়োজনে ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের অর্থায়নে এতে বড়লেখা উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন কিন্ডারগার্টেনসহ ৮২টি স্কুলের ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন সময় দায়িত্বে ছিলেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছয়ফুল হক, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এমরান হোসেন নামুন, হল সুপারের দায়িত্বে ছিলেন বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম।
ট্যালেন্টপুলে ৫টি প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় ৮ হাজার, তৃতীয় ৭ হাজার, চতুর্থ ৬ হাজার ও পঞ্চম ৫ হাজার এছাড়া সাধারণ বৃত্তি ১০টি প্রত্যেককে ২ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়।
কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান (চুন্নুর) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল ইসলাম।
ইএইচ