ফেনীর সীমান্ত এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে এক দিনে প্রায় ৪ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) জেলার ভারত সীমান্তবর্তী ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
অভিযান চলাকালে পরশুরামে এসব পণ্যবাহী একটি পিকআপ জব্দ করা গেলেও কোথাও কোনো চোরাকারবারিকে আটক করতে পারেননি যৌথ বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে ফুলগাজী এবং ছাগলনাইয়ার রাজেষপুর, দেবপুর, চম্পক নগর, মধুগ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, চাদর, থ্রি-পিস, চশমা এবং গাঁজা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা।
ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দ করা মালামাল ফেনীস্থ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে পরশুরাম থানার ওসি (তদন্ত) মাকসুদ আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর রাতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পরশুরাম থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি পিকআপবর্তী ৭২ বস্তা ভারতীয় কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিআরইউ