চট্টগ্রাম দারুন নুর মাদরাসার অভিভাবক ও সুধী সমাবেশ আজ ২৩ নভেম্বর ২০২৪ শনিবার দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত রোজ ভ্যালি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক আল্লামা ডক্টর নিজাম উদ্দিন।
প্রধান মেহমান ছিলেন জামেয়াতুল আনোয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা ঠাকুরদিঘী, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম এর মুহতামিম আল্লামা সরওয়ার কামাল আজীজী।
বিশেষ মেহমান ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা হাফিজুল হক নিজামী এবং ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোরশেদুর রহমান চৌধুরী।
মাদরাসার সার্বিক কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন অত্র মাদরাসার স্বপ্নদ্রষ্টা, আলহেরা ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. খোরশেদ আনোয়ার।
সঞ্চালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, কেঁওচিয়া মুজহেরুল হক দসখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল মালেক।
মোনাজাত করেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা মুহসিন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুনীরুল আলম, লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোছাইন, সাতকানিয়া বায়তুশ শরফ সিনিয়র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, এটি একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান। হিফজ সমাপ্তির পর ৩ বছরে ৮ম শ্রেণি পর্যন্ত বিষয় সমূহ পড়িয়ে নবম শ্রেণিতে ভর্তির উপযোগী করে গড়ে তোলা হয়।
বিআরইউ