কালাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৩:১৯ পিএম
কালাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাইয়ে বিশেষ অভিযানে ৫৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুর রাজ্জাক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের একটি দল।

শনিবার দিবাগত রাতে কালাই উপজেলার মাত্রাই বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মো. আব্দুর রাজ্জাককে (৩৭) গ্রেপ্তার করে।

তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট 
এলাকার মো. অছিম উদ্দিনের ছেলে।

রোববার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ৫৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে র‌্যাব আটক করে থানায় হস্তান্তর করেছে।

ইএইচ