মাটিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে বগুড়া রক্সি ফুটবল একাডেমির ৩-২ গোলে জয়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ০৮:৫৪ পিএম
মাটিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে বগুড়া রক্সি ফুটবল একাডেমির  ৩-২ গোলে জয়

ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দিতে এবং ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে খাগড়াছড়ি ফুটবল একাডেমী ও বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর প্রমিলা ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে খাগড়াছড়ি ফুটবল একাডেমীকে  ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গার দুর্গম গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় ‍‍`সমতল থেকে পাহাড়ে, সম্প্রীতির বন্ধনে‍‍` স্লোগানকে সামনে রেখে এমএস কর্পোরেশনের সৌজন্যে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে।

প্রথমার্ধের তিন মিনিটে ১-০ গোলে লিড পায় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কয়েক মিনিটের ব্যবধানে ওই গোল শোধ করে খেলায় সমতা আনে খাগড়াছড়ি ফুটবল একাডেমী। 
২২ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে ২-১ গোলে ব্যবধান বাড়ায় খাগড়াছড়ি মেয়েরা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই খেলায় ২-২ গোলে আবারো সমতা তৈরি করে বগুড়া রক্সি ফুটবল একাডেমী। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিট গড়াতেই আবারো খাগড়াছড়ি জালে বল পাঠিয়ে ৩-২ গোলে লিড নেয় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কিন্তু শেষ পর্যন্ত হারের ব্যবধান কমিয়েই খুশি থাকতে হয় স্বাগতিক খাগড়াছড়ি ফুটবল একাডেমীর প্রমিলাদের।  

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি তুলে দেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীর চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার এিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.শহিদুল ইসলাম সুমন,  খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অন রশীদ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মাঝে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারণ সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার,  এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর হেড কোচ ও সেনাবাহিনীর সাবেক খেলোয়াড়  মো. আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিদ্বন্ধিতাপুর্ণ এ টুর্নামেন্ট পরিচালনা করেন স্মৃতি রানী দাশ। সহকারী হিসেবে তাকে সহযোগিতা করেন এলিপ্রু মারমা ও নুসরাত।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ক্রীড়া ক্ষেত্রে পাহাড়ের নারীদের সম্পৃক্ত করতেই আমাদের এ প্রচেষ্টা। এ টুর্নামেন্টের মাধ্যমে শুধুমাত্র নারীরাই ফুটবল খেলায় আগ্রহী হবেনা, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সূচিত হবে। 

আরএস