আওয়ামী লীগের যোগসাজশে বিএনপির কমিটি করার অভিযোগ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ১১:০২ পিএম
আওয়ামী লীগের যোগসাজশে বিএনপির কমিটি করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের যোগসাজশে বিএনপির কমিটি করার অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল খালেক।

অবৈধভাবে উপজেলা বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে স্থানীয় ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মঙ্গলবার বিকালে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান।

বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের সভাপতি এম এ সালামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াছ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান নাজমুল হুদা, যুবদলের সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান।

বিক্ষোভ সমাবেশে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।

এ সময় তারা সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে এই কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন।

ইএইচ