চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম (৩৫) হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল ফেনী।
বৃহস্পতিবার দায়ীদের গ্রেপ্তার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করেন জেলা আইনজীবী সমিতি।
এর আগে বুধবার একই দাবিতে দিনভর ফেনী শহরের ট্রাংক রোড, আদালত চত্বর এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় এসব কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।
এ সময় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আইনজীবীদের সংগঠন আইআইইউসিল, গণঅধিকার পরিষদ এবং ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মিছিল করে।
কর্মসূচি থেকে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বুধবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন- ফেনী শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মেহেদী হাসান, ছাত্র সংগঠক জোবায়ের হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেনী প্রতিনিধি নুর হোসেন, মোহাইমিন তাজিম, শুভ, ওমর ফারুক, শান্ত, ছাত্র আন্দোলনের পৌর প্রতিনিধি মসলেহ উদ্দিন শাওন, কলেজ ছাত্র নেতা মারুফ, ইসলামী ছাত্র সংগঠক নাদিব চৌধুরী, আজিজুল হক প্রমুখ।
কর্মসূচিতে জেলার বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে, একইদিন বিকালে জেলা জজ কোর্ট আঙ্গিনায় আইনজীবীদের সংগঠন আইআইইউসিলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফেনী কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ফেনীর আদালতে কর্মরত আইনজীবী ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সংগঠনের ১৯তম ব্যাচের অ্যালামনাই ছিলেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
ইএইচ