রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২৩

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৩:১৬ পিএম
রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২৩

রাঙামাটির বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।

অন্যদিকে রাঙামাটির মানিকছড়ি শালবাগান এলাকায় তীর্থ যাত্রীদের গাড়ি উল্টে ১৯ জন আহত হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে পর্যটকবাহী একটি বাস চন্দ্রঘোনা থেকে যাওয়ার পথে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির পাশে মোড় ঘুরতে গিয়ে বান্দরবন থেকে রাঙামাটিগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়।

নিহত ওই নারী বান্দরবান বালাঘাটা এলাকার প্রয়াত মংক্য মারমার স্ত্রী। গুরুতর আহতদের চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে নিয়ে আসা হয়।

অন্যদিকে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবন বিহারে আসার সময় তীর্থ যাত্রীদের নিয়ে আসা গাড়িটি মানিকছড়ি শালবাগান এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়িতে থাকা তীর্থ যাত্রীরা জানায়, সকালে রাঙামাটি রাজবন বিহারে একটি সংঘদান অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আসার সময় শালবাগান এলাকায় আসলে বাসটি হঠাৎ উল্টে যায়। এ সময় আমাদের গাড়িতে থাকা সকল যাত্রীরা আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করে।  

রাঙামাটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, জরুরি বিভাগে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত রোগীদেরকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইএইচ