ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৫:০১ পিএম
ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ৫৫ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহ বিভাগে শহীদ হন ৯৩ জন। এর মধ্যে প্রাথমিকভাবে ৫৫ জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকিগুলো বিতরণ করা হবে।

এছাড়া আহত হন আরও অনেকে, তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

ইএইচ