পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণসভা

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৬:০৫ পিএম
পটুয়াখালীতে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণসভা

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পটুয়াখালীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণসভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার।

সিভিল সার্জন ডা. এস এম কবির হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মাদ আরেফীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির মোশারেফ হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম লিটু।

ইএইচ