ধামইরহাটে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৬:৫১ পিএম
ধামইরহাটে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ধামইরহাটের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী যুব বিভাগ ধামইরহাটের সভাপতি মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো. আব্দুর রাকিব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো.  এনামুল হক, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা একেএম ফজলুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো.আতাউর রহমান, যুব বিভাগ নওগাঁ জেলা শাখার সভাপতি মো.মারুফ আহমেদ, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মো. নাজমুল ইসলাম, জামায়াতে ধামইরহাট উপজেলা শাখার আমির মো. কামরুজ্জামান প্রমুখ।

ইএইচ