দুর্গাপুর উপজেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৮:৩৭ পিএম
দুর্গাপুর উপজেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা শিবির (কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেন, ওয়ার্ড সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াতি কাজকে আরও গতিশীল করতে হবে।

তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শকে পৌঁছে দিতে জামায়াত ইসলামী বদ্ধপরিকর।

উপজেলা আমির মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, উপজেলা সাবেক আমির অধ্যাপক ফজলুল বারী সোহরাব, উপস্থিত ছিলেন পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা নুর আলম প্রমুখ।

শিক্ষা শিবিরে উপজেলার ৭২টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করেন।

ইএইচ