হরিরামপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০১:১০ পিএম
হরিরামপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ইসকনকে নিষিদ্ধ ও চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্থানীয় তাওহিদি ছাত্র-জনতা ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণের সমন্বয়ে একটি র‌্যালি হরিরামপুর উপজেলা চত্বর থেকে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে দোয়া ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মুফতী সালমান মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত মজলিসের আ. কাদের ভুঁইয়া, মাওলানা আ. হাকিম, অ্যাডভোকেট আশরাফ খান, মাওলানা লতিফ, মাওলানা খলিলুর রহমানসহ খেলাফত মজলিসের হরিরামপুর উপজেলা শাখাসহ বিভিন্ন মাদরাসারর শতাধিক ছাত্র ও সাধারণ জনগণ।

ইএইচ