সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর কারা মুক্তিতে টাঙ্গাইলের ভূঞাপুরে আনন্দ উচ্ছ্বাস ও আনন্দ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকাল থেকে উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন- আব্দুস সালাম পিন্টুকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সালাম পিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছিল বলে অভিযোগ করেন এবং ন্যায়বিচারের মাধ্যমে তিনি মুক্তি পেলেন।
ইএইচ