গজারিয়ায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে জেলায় বিএনপির শীর্ষ নেতারা ফের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়েরকৃত গায়েবি মামলা মোকাবিলার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলে সভা, সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন শপথ নেওয়ায় জেলার ৩টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শোনা যাচ্ছে।
দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-৩, (সদর-গজারিয়া) আসনে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজনীতিতে সক্রিয় থাকায় আওয়ামী লীগ রোষানলে পড়েছেন।
বিগত সময়ে আওয়ামী লীগের রোষানলের শিকার হওয়া বিএনপির কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতারা মামলা মোকাবিলার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলার গজারিয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিএনপির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করছেন।
তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে লিফলেট বিতরণ কালে বক্তব্য দেন- মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক অহিদুজ্জামান অহিদ, সদস্য সচিব নাজির সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিমু, যুগ্ম আহ্বায়ক মাসুম আহম্মেদ, হোসেন্দী ইউনিয়ন নেতা মমিন মৃধা, যুবদল নেতা নিজাম মোল্লা, ইউপি সদস্য ও যুবদল নেতা মো. নজরুল ইসলাম খান বাদশা, সোবহান, শাহিন প্রমুখ।
ইএইচ