শ্রীপুরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৫:০৩ পিএম
শ্রীপুরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশ

গাজীপুরের শ্রীপুরে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার সকালে স্কুলমাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সিকদার হারুন অর রশীদের সভাপতিত্বে সহকারী শিক্ষক হামিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, শ্রীপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকার।

শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি এরশাদুল হক সরকার, শিক্ষক-অভিভাবক সমিতির (পিটিআই) সাবেক সভাপতি মোজাম্মেল হক বোরহান, দাতা সদস্য আজিজুল হক সরকার, কফিল উদ্দিন সরকার, সহকারী শিক্ষক খলিলুর রহমান,উম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, সাংবাদিক ও শিশু সংগঠনক আবু সাঈদ প্রমুখ।

ইএইচ