ফেনীর শহীদ ছিদ্দিকের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩৯ এএম
ফেনীর শহীদ ছিদ্দিকের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

জুলাই-আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজধানীর আবদুল্লাহপুর রেলগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ফেনীর শহীদ আবু বক্কর ছিদ্দিক শিবলুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার বিকালে জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর এলাকার ওছিউদ্দিন ভূঞা বাড়ি যান দলটির জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।

সেখানে তিনি শিবলুর শিশু সন্তান ফারহান ছিদ্দিক ও শ্বশুর সাহাবউদ্দিনের হাতে সহায়তা হিসেবে নগদ দুইলাখ টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম, দাগনভূঞা উপজেলা আমির গাজী ছালেহ উদ্দীন, নায়েবে আমির রফিকুল ইসলাম দুলাল, ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম খলিল ও সেক্রেটারি ডা. মাঈন উদ্দিন প্রমুখ।

এর আগে, নেতৃবৃন্দ বাড়ির সামনে শহীদ শিবলুর কবর জিয়ারত করেন।

ইএইচ