আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মানববন্ধনে বক্তব্য দেন, ক্যাবের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, ক্যাব সদস্য আনোয়ার হোসেন আনু, আল-আমিন বাকলাই, তেল গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির, সিপিবির সাধারণ সম্পাদক প্রসান্ত দাস হরি, উন্নয়ন কর্মী কবিতা হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে যা জনজীবনে চাপ সৃষ্টি করেছে। খুচরা বাজারে আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এসব পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সারা দেশে বিশেষ টাস্কফোর্সের কার্যক্রম চলমান রাখারও আহ্বান জানান।
ইএইচ