টাঙ্গাইলে বাজার স্থিতিশীল রাখাতে ক্যাবের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০২:৫৬ পিএম
টাঙ্গাইলে বাজার স্থিতিশীল রাখাতে ক্যাবের মানববন্ধন

দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লাভের কারণে আলু, পেঁয়াজের স্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে পণ্য দুটি ভোক্তাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে এবং আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তারা বলেন, অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুদদারদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনা উচিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্য কেনার আগেই তাদের পকেটের টাকা খালি হচ্ছে। এতে মানুষ সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে।

মানববন্ধনে টাঙ্গাইল কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজনে বক্তারা আরও বলেন, সাধারণ ভোক্তাদের জীবন অতিষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। যাহা জনজীবনে অত্যন্ত চাপ সৃষ্টি করেছে।

মানববন্ধনের বক্তব্য দেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মন্জুরানী প্রমানিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, কমিউনিস্ট পার্টির টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি নাছিমুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির টাঙ্গাইল  জেলা প্রতিনিধি মামুনুর রহমান প্রমুখ।

ইএইচ