২১ শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ খালাস পাওয়ায় বাজিতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোট সমন্বয়ক,বিএনপি থেকে কিশোরগঞ্জ -৫ (বাজিতপুর - নিকলী)
আসনে কাজ করার জন্য চিঠি প্রাপ্ত সৈয়দ এহসানুল হুদা`র আয়োজনে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মিছিলটি বাজিতপুর বাজার বাঁশ মহল মোড় থেকে শুরু করে বাজিতপুর বাজার ঘুরে মিছিলটি পুনরায় বাঁশ মহলে ফিরে আসে এবং সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবকদলের আশরাফুল ইসলাম সোহেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক তানভীররুল হক সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সোহরাব হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন,সত্যের বিজয় হয়েছে, বিগত আওয়ামী স্বৈরাচার সরকার দেশে একনায়কতন্ত্র কায়েমের উদ্দেশ্যে তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতাদের সাজা প্রদান করে কারাগারে রাখতে এই ঘটনা ও মামলা সাজিয়ে ছিলেন।সমাবেশে নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন,তাদের নেতা তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন।
আরএস