অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি

বরিশাল ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৮:৪০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক বলেন, শেখ হাসিনা দুই হাজার মায়ের কোল খালি করেছেন। তিনি দেশের টাকা বাহিরে পাচার করেছেন। হাসিনা ভারতে গিয়ে নতুন খেলা শুরু করেছেন।  আমাদের সবাইকে ঐক্য ভাবে থেকে দলকে শক্তিশালী করতে হবে। 

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শিগ্রহী দেশে ফিরে আসবে। নতুন করে দেশকে সাজাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। 

সোমবার বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জের চরএকোরিয়া ইউনিয়নের উত্তর চরলতা দেওয়ান বাড়ি মসজিদ প্রাঙ্গণে দীর্ঘ দেড় যুগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও সাম্প্রতিক কালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য এবং তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর বিএনপি‍‍`র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বরিশাল জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাইদুল ইলাম দেওয়ানের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি। 

আলোচনা সভা ও দোয়া মোনাজাতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার। এছাড়াও ভিডিও কনফারেন্সে মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ। 

বিশেষ অতিথি ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য ও মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. জিয়া উদ্দিন সুজন সহ মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. ইব্রাহিম। সভায় প্রায় দুই হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। 

আরএস