ফেনীতে রাতে আঁধারে শিবিরের অনুষ্ঠান প্যান্ডেল ‘গুঁড়িয়ে দিল’ দুর্বৃত্তরা

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৫:০৭ পিএম
ফেনীতে রাতে আঁধারে শিবিরের অনুষ্ঠান প্যান্ডেল ‘গুঁড়িয়ে দিল’ দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজ মাঠে রাতে আঁধারে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের অনুষ্ঠানের প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ওই মাঠে শিবিরের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্‌বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

খবর পেয়ে সকালে ফেনী সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে জেলার মহিপালে নিহত ফেনী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী শহিদ সরোয়ার জাহান মাসুদ ও ইশতিয়াক আহমেদ শ্রাবণের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে ইসলামি ছাত্র শিবির ফেনী সরকারি কলেজ শাখা।

ওই টুর্নামেন্টে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ২৪টি দল নিবন্ধন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ এনামুল হক খোন্দকার টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল।

ফেনী সরকারি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি মুহাম্মদ হাসান বলেন, রাত সাড়ে ১১টার দিকে আমরা অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি করে বাসায় ফিরি। সকালে এসে দেখি প্যান্ডেলটি ভেঙে গুটিয়ে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

কলেজ শিবিরের সভাপতি মু. ইউনুস বলেন,জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের অমর করে রাখতে আমরা শিক্ষার্থীদের নিয়ে টুর্নামেন্টের এ আয়োজন করি।

উক্ত অনুষ্ঠানের উদ্‌বোধনী অনুষ্ঠানে ছাত্রদল নেতৃবৃন্দসহ অন্যান্য ছাত্র রাজনৈতিক নেতাদেরও  আমন্ত্রণ জানানো হয়েছিল। প্যান্ডেল ভেঙে দেয়ার ঘটনায় সংগঠনের পরামর্শের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ আলম ভুঁইয়া বলেন, সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছে এই শিক্ষক নেতা।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ মারমা বলেন, বিষয়টি তিনি লোকমুখে অবহিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিআরইউ