রংপুর এক্সপ্রেসে টিকিট বিহীন যাত্রীর কাছ থেকে দুই অ্যাটেন্ডেন্ট টাকা নেওয়ার ভিডিও সাংবাদিকের হাতে আসলে ওই ঘটনায় বিষয়ে বক্তব্য চাইতে গেলে রেলওয়ে বিভাগীয় কার্যালয়ের যান্ত্রিক প্রকৌশলী তাসরুজ্জামান বাবু জেলার তিনজন সাংবাদিককে লাঞ্ছিত করেন।
এক পর্যায়ে গেট আউট বলে তার অফিস কক্ষ থেকে বের করে দেন। এ ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে তড়িঘড়ি করে ওই দুই অ্যাটেনডেন্টকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার সাংবাদিকদের লাঞ্ছিত করা ওই কর্মকর্তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করায় ফুঁসে ওঠে জেলার সকল সাংবাদিক।
সাংবাদিকদের লাঞ্ছিত করা প্রকৌশলী তাসরুজ্জামান বাবুকে চাকুরিচ্যুতি করার দাবিতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জেলায় কর্মরত সাংবাদিকরা।
বক্তব্যে সাংবাদিকরা অভিযুক্ত কর্মকর্তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেয় অন্যথায় রেলপথ অবরোধ করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা।
ইএইচ