নরসিংদীর পলাশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেনের সভাপতিত্বে এ সময় পলাশ উপজেলার তিনটি সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন পলাশ প্রেসক্লাবের সভাপতি আশাদউল্লাহ মনা, সাধারণ সম্পাদক নূরে আলম রনি, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক আল-আমিন মিয়া, দপ্তর সম্পাদক তারেক পাঠান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, পলাশ উপজেলা প্রেসক্লাবে সভাপতি হাজ্বী জাহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ ইকবাল রাসেলসহ সংগঠনের সদস্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসেইন, উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আলম সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ও পলাশ উপজেলার সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।
ইএইচ