‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় মুসলিম, হিন্দু, বৌদ্ধদের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর থানা মাঠে বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এ কে এম মারুফুল হক।
এসআই রিয়াজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- মাওলানা আহমেদ উল্ল্যাহ, সহকারী অধ্যাপক মাওলানা শাহজালাল, মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম, মাওলানা মুহাম্মদ মাসুদ আলম পাটোয়ারী, তপন ভৌমিকসহ সকল ধর্মের ধর্মীয় নেতা (মাওলানা, ঠাকুর, ভান্তে)।
বরুড়ায় দায়িত্বরত সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
ইএইচ